একজন ডিসি সরকারের পক্ষে ভোট চাইতে পারেন না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডিসি
  © ফাইল ফটো

জামালপুরের জেলা প্রশাসকের (ডিসি) আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, নির্বাচন সামনে নিয়ে একজন ডিসি এমন কথা বলতে পারেন না।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে। নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কেউ তার বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কি না, তাও যাচাই করা হবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

তিনি বলেন, ‘আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আমাদের এই স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটাই হোক আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’

গতকাল সোমবার বিকেলে জেলার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের বক্তব্য বেশ সমালোচিত হচ্ছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ