জামালপুরের ডিসিদের দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না: সাবেক ইসি

জামালপুরের মতো জেলা প্রশাসকদের (ডিসি) দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দেশের ২৮ বিশিষ্টজনের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক বৈঠকে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনের উদ্দেশে এম সাখাওয়াত হোসেন বলেন, জামালপুরের মতো ডিসিদের বিরুদ্ধে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। জামালপুরের ডিসি বলেছেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এই খবর সব সংবাদপত্রে দেখলাম। যারা এ ধরনের বক্তব্য দেয়, তাদের দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না।
তিনি বলেন, এক জেলায় চারজন রিটার্নিং কর্মকর্তা দিয়ে নির্বাচন করাতে পারেন। একই ডিসিদের রিটার্নিং করাতে হবে বিষয়টি এমন নয়। কোনো দলের কথা শুনবেন না। অতীত ভুলগুলো শুধরাবেন।
সাবেক নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করতে হবে। সম্প্রতি ঢাকায় এক প্রার্থীকে (হিরো আলম) মারা হয়েছে। এটা কীভাবে হলো। রাজনৈতিক দলের লোকজন ভোটকেন্দ্র পাহারা দেয়। তাদের শনাক্ত করে পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।