দুর্গাপূজায় পশ্চিমবঙ্গে যাচ্ছে ৫ হাজার টন ইলিশ

ইলিশ
  © ফাইল ছবি

দুর্গাপূজা উপলক্ষে ভারতে পশ্চিবঙ্গে ৫ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার সকালে রংপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। 

মন্ত্রী বলেন, ‘এটা রপ্তানি বলা যাবে না। বলা যাবে যে, পূজার সময় টোকেন হিসেবে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। এই সুযোগ প্রতিবছরই আমরা দেই। এবারও দেওয়া হচ্ছে। আমাদের প্রায় ৬ লাখ টন ইলিশ ধরা হয় তার মধ্যে রপ্তানিটা হয়তো আমরা ৪ বা ৫ হাজার টনের মধ্যে সীমাবদ্ধ রাখি।’

দেশের বাজারে ইলিশের বাড়তি দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার নিয়মিত ইলিশ রপ্তানি করে না। শুধু যেসব দেশের বাঙালি ইলিশ ভালোবাসেন, তাদের জন্য উৎসবের শুভেচ্ছা হিসেবে তা দেয়া হচ্ছে। উৎপাদনের মাত্র দুই শতাংশ বিদেশে পাঠানো হচ্ছে।


মন্তব্য