রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আসবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৭ PM

পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি (ইউরেনিয়াম) চলতি মাসের ২৮ তারিখের মধ্যে রাশিয়া থেকে দেশে এসে পৌঁছাবে। আগামী মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জ্বালানি রূপপুর কর্তৃপক্ষের হস্তান্তর করবে রাশিয়া।
জ্বালানি দেশে আনা ও হস্তান্তর নিয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় একটি প্রস্তুতি সভা হয়েছে। সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর, রোসাটম ও রাশিয়ার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে সোমবারের সভায় আলোচনা হয়েছে। সভায় বিষয়বস্তু ও সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সবকিছু চুড়ান্ত করবেন।
প্রকল্প সংশ্লিষ্টরা আরো জানান, ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে ভার্চ্যুয়ালি অংশ নেবেন। এছাড়া ভার্চ্যুয়ালি উপস্থিত থাকতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসিও এবং রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভও উপস্থিত থাকবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ৫ অক্টোবর ইউরোনিয়াম হস্তান্তর হবে। সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, দীর্ঘ চেষ্টায় প্রকল্পটি চূড়ান্ত বাস্তবায়নের দিকে যাচ্ছে। এটা দেশের জন্য বিরাট অর্জন মন্তব্য করে মন্ত্রী বলেন, ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকবেন। ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লিদিমির পুতিনের যুক্ত হবার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানিয়েছেন, প্রকল্পের কিছু বিষয়ে রাশিয়ানদের অনুমোদনের দরকার রয়েছে। সেসব অনুমোদন পেলেই ইউরেনিয়াম হস্তান্তরের অনুষ্ঠানটি হবে। তিনি বলেন, যে কোনো দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় জ্বালানি (ইউরেনিয়াম) পৌঁছালে তখন দেশটি আন্তর্জাতিক নিউক্লিয়ার ক্লাবে অন্তর্ভুক্ত হয়। সে হিসেবে অক্টোবরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নিউক্লিয়ার ক্লাবের সদস্য হিসেবে বিবেচিত হবে। ড. শৌকত আকবর বলেন, মর্যাদা পাওয়ার পাশাপাশি বিশ্বের দরবারে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবেও পরিচিতি লাভ করবে বাংলাদেশ। সেই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন শুরু করতে আর কোনো বড় ধরনের চ্যালেঞ্জও থাকবে না।