আসামীকে আদালতে আনা সম্ভব না হলে ভার্চুয়ালি বিচার শুরু করতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © ইয়াসিন কবির জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ভার্চুয়ালি কোর্ট ব্যবস্থা চালু করেছি। কারাগারে ডিজিটাল ব্যবস্থা করেছি। তাই যেসব আসামিকে কারাগার থেকে আদালতে আনা সম্ভব হচ্ছে না তাদের জন্য ভার্চুয়ালি বিচার শুরু করতে হবে। বিচার ব্যবস্থাকে স্মার্ট হিসেবে গড়ে তুলে হবে।

আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ভার্চুয়ালি কোর্ট ব্যবস্থা চালু করেছি। কারাগারে ডিজিটাল ব্যবস্থা করেছি। তাই যেসব আসামিকে কারাগার থেকে আদালতে আনা সম্ভব হচ্ছে না, তাদের জন্য ভার্চুয়ালি বিচার শুরু করতে হবে। বিচার ব্যবস্থাকে স্মার্ট হিসেবে গড়ে তুলে হবে। জাতির পিতা শুধু আমাদের সংবিধানই দেননি। তিনি আইনজীবীদের জন্য বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠা করে সেখানে ৫০ হাজার টাকা অনুদান দিয়ে যান। দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে শিল্প কারখানা তৈরি করেছেন। পাকিস্তান আমলে জুডিসিয়াল সার্ভিস কাউন্সিলে মহিলারা যেতে পারত না। বঙ্গবন্ধু আইন সংশোধন করেই নারীদের জুডিসিয়াল সার্ভিসে যোগদানের সুযোগ করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের আইনি সহায়তার জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে। সারা দেশে সিজেএম ভবন নির্মাণ, বিচারকদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাকরাইলে আধুনিক সুযোগ-সুবিধাসহ বিচারপতি ভবন নির্মাণ, আজিমপুরে বিচারকদের বহুতল ভবন নির্মাণ করার ব্যবস্থা করেছি।

অগ্নিসন্ত্রাসের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার কাজ শেষ করতে আইনজীবীদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনের সময় মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। তাই আমি বলব, ওই সময় আইনজীবীরা আমার পাশে দাঁড়িয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের বিচার বিভাগের উন্নয়নে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। দেশের আইনজীবীদের জন্য প্লটের ব্যবস্থা করব। 

এর আগে বেলা ১১টা দিকে বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫তলা ভবন উদ্বোধন করেন সরকারপ্রধান। উদ্বোধনী শেষে বেলা সোয়া ১১টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজীবউল্লাহ্ হিরু, আইন সচিব মো. গোলাম সারওয়ার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলাল প্রমুখ