মিরপুরে স্টেডিয়ামের সামনে বাসে আগুন
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৮:৪৫ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ০৮:৪৫ PM

রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ঘটনার হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।