এবার বাংলাদেশে আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

নির্বাচন
কমনওয়েলথ অব নেশনস, ব্রিটিশ  © ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আমি তাদের জানিয়েছি যে, তারা আসতে পারে। সেই সঙ্গে বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

জানা গেছে, ইমেইলের মাধ্যমে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করে কমনওয়েলথ। পর্যবেক্ষক দলটি আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে।

প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণ কমনওয়েলথ মহাসচিবকে জানানোর পরে নির্বাচনকালে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সংস্থাটি সিদ্ধান্ত নেবে।

এর আগে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তারা নির্বাচনকালে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য তারা জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তারা ঢাকায় চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এর আগে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষ দলসহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল বাংলাদেশ পরিদর্শন করেছেন।

এবারের নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহল যে পরিমাণ আগ্রহ প্রকাশ করছে, এর আগে কখনও এমনটি দেখা যায়নি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ