রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের বাসসহ তিন বাসে আগুন
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৮:০৬ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ০৯:১৫ PM

রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে ও যাত্রাবাড়ী ফ্লাইওভার এলাকায় যাত্রীবাহী তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার এ তথ্য জানিয়েছেন। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম।
জানা গেছে, রাজধানীর গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং জনপদের মোড় ফ্লাইওভারের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রোজিনা আকতার বলেন, ‘নিউ মার্কেটের ৪ নম্বর গেট এলাকায় বাসের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ ছাড়া এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে দুটি ইউনিট কাজ করছে। এ ছাড়া যাত্রাবাড়ীতে সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়েছি। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
’প্রাথমিকভাবে আগুন লাগা বাসগুলোর নাম, হতাহতের সংখ্যা জানা যায়নি বলে জানান তিনি।