৪০ মিনিটের ব্যবধানে রাজধানীতে ৩ যাত্রীবাহী বাসে আগুন
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৮:৫৯ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ০৯:৩০ PM

বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের ডাকা এক দফা দাবিতে চতুর্থ দফা অবরোধের আগে শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীতে ৩টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে আরামবাগে নটরডেম কলেজের সামনে, গাবতলী বাস স্ট্যান্ডের সামনে এবং গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে পৃথক তিনটি বাসে আগুন দেওয়া হয় ।
এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রথমে রাত ৮.২০ মিনিটে রাজধানী ঢাকার আরামবাগে নটরডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন, পরে ৮.৩০ মিনিটে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে এবং রাত ৯টায় গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে অপর একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে আরামবাগে নটরডেম কলেজের সামনে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুইটি, গাবতলী বাসস্ট্যান্ডের সামনে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার স্টেশনের দুইটি ইউনিট এবং গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।
এর আগে শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টায় রাজধানীর ফার্মগেটে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি।
এদিকে রাত পোহালেই শুরু হচ্ছে, চতুর্থ দফায় টানা ৪৮ ঘন্টার অবরোধ। বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যপী বিএনপি-জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট সহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দলগুলো পালন করবে এই কর্মসূচী।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পন্ড হয়ে গেলে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা এবং ৭ নভেম্বর একদিন বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচী পালন করে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।