হরতাল-অবরোধ বন্ধে রাস্তায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ০৫:০২ PM

গত ২৯ অক্টোবর থেকে বিএনপি-জামাত ও সমমনা দলগুলোর লাগাতার অবরোধ-হরতাল কর্মসূচিতে দিশেহারা বিভিন্ন পেশাজীবীর মানুষ। এর আগে হরতাল-অবরোধের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল ঢালিউড অভিনেতা-অভিনেত্রীরা। গত শনিবার ‘ধ্বংসের বিরুদ্ধে শিল্পীসমাজ’ স্লোগানে শাহবাগে মানববন্ধন করে শিল্পী ও কলাকুশলীরা। তারা বলেন, ‘জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্য কাজ করা যায় না। হরতাল-অবরোধের মাধ্যমে বিএনপি-জামায়াতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যাঁরা নিম্নবিত্ত, তাঁদের তারা হত্যা করছে আগুন-সন্ত্রাসের মাধ্যমে। পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছেন। এসব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটা চাই না।’
ব্যানার হাতে মানববন্ধনে অংশ নেন বিনোদন অঙ্গনের অভিনেতা, নায়ক-নায়িকা ও গায়ক-গায়িকারাও। তাঁদের মধ্যে ছিলেন চলচ্চিত্র অভিনয়শিল্পী রিয়াজ, ফেরদৌস, নিপুণ, মাহিয়া মাহি প্রমুখ। এ ছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন সংগীতশিল্পী রফিকুল আলম, শম্পা রেজা, শমী কায়সার, এস ডি রুবেল, ধ্রুব গুহ, অভিনয়শিল্পী খায়রুল আলম সবুজ, নিমা রহমান, তুষার খান, সুইটি, তারিন, উর্মিলা শ্রাবন্তী কর, পরিচালক মুশফিকুর রহমান, সালাহউদ্দিন লাভলুসহ অনেকে।
এবার ‘হরতাল-অবরোধ মানি না- মানবো না। হরতাল-অবরোধ বন্ধ করো- করতে হবে’- এমন স্লোগান দিয়ে বার্ষিক পরীক্ষার সময় ডাকা হরতাল-অবরোধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) তারা রাজধানীল বিভিন্ন এলাকায় হরতাল-অবরোধের বিরুদ্ধে মিছিল করে।
বার্ষিক পরীক্ষা ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে রাজধানীসহ দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার তারিখ দফায় দফায় পরিবর্তন করা হয়েছে। তবে শঙ্কার মধ্যেও রাজধানী এবং দেশের বড় শহরগুলোতে শুক্রবারেও পরীক্ষা নিয়েছে কর্তৃপক্ষকে।
বার্ষিক পরিক্ষার সময় হরতাল-অবরোধ ডাকায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। তারা বলছেন, ‘বার্ষিক পরীক্ষার সময় যারা লাগাতার হরতাল-অবরোধের ডাক দিচ্ছে তারা মূলত শিক্ষার্থীদের শিক্ষাজীবন নষ্ট করছে।’
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হরতার-অবরোধের কারণে গত ২৪/২৫ দিন ধরে তারা নিরাপদে স্কুলে যেতে পারছেন না। তাদের মধ্যে ভয়-ভীতি, আতঙ্ক কাজ করছে। বার্ষিক পরীক্ষা শুরু হলেও অনেকেই ভয়ে স্কুলে যাচ্ছেন না। অভিবকরাও সন্তানদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। ফলে নির্ধারিত তারিখে তারা পরীক্ষাও দিতে পারছেন না।
একই দাবিতে রাজধানীর নাজনীন স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ, তেজগাঁও মহিলা কলেজ, ইস্পাহানি স্কুল এন্ড কলেজ, নজরুল কলেজ, বিটিসিএল স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা স্কুল এন্ড কলেজ, শাহানুর মডেল হাই স্কুল, বি জি প্রেস হাই স্কুল, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ, নাখাল পাড়া হোসেন আলী স্কুল এন্ড কলেজ, তেজগাঁও মডেল স্কুল, তেজগাঁও কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় সরকারি কলেজসহ রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে মিছিল করে।