নন-ক্যাডার থেকে ইসির সচিবালয়ে নিয়োগ পেলেন ২২৯ জন

ইসি
  © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ৪০ তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার থেকে নির্বাচন কমিশনের সচিবালয়ে নিয়োগ পেয়েছেন ২২৯ জন।

সোমবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম।

তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে ৪০তম বিসিএসের নন-ক্যাডারদের মধ্য থেকে ২২৯ জনকে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা পদে এবং একজনকে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দিয়ে আজ আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

নিয়োগপ্রাপ্তদের আগামী ২৬ ডিসেম্বর ইসি সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে বলেও জানান তিনি।