স্মার্ট বাংলাদেশ গঠনে পাশে থাকবে দিল্লি :  প্রণয় ভার্মা

ভারতে
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা  © সংগৃহীত

বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে চায় ভারত। স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন সরকারের পাশে থাকবে দিল্লি।’

আজ সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে দুই দেশের মধ্যে নিজস্ব মুদ্রা বিনিময়ের ব্যবহার বাড়ানো নিয়ে ভারতীয় হাইকমিশনার সঙ্গে আলোচনা হয়েছে। এসময় দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক সফর ভারত থেকেই শুরু করতে চাই কিন্তু বহুপাক্ষিক সফর উগান্ডা থেকে শুরু হবে।’ বাংলাদেশ ভারতের সঙ্গে বাণিজ্যিক, যোগাযোগ বাড়াতে আগ্রহী বলেও প্রণয় ভার্মাকে জানান পররাষ্ট্রমন্ত্রী।