শিক্ষক আসিফ মাহতাবকে গ্রেপ্তারের দাবি জাসদের
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪৫ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪৫ PM

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অব্যাহতিপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সপ্তম শ্রেণির ইতিহাস ও সমাজিক বিজ্ঞান বইয়ে ট্রান্সজেন্ডার ও হিজড়া বিষয় নিয়ে উস্কানি দেওয়ার মাধ্যমে উত্তেজনা ও অশান্তি সৃষ্টির দায়ে এই গ্রেপ্তারের দাবি জানায় জাসদ।
আজ বুধবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এই দাবি জানান।
জাসদ নেতারা বলেন, ‘চরম উগ্র, জঙ্গি ও ধর্মব্যবসায়ী আসিফ মাহতাব উৎস ট্রান্সজেন্ডার ও হিজড়া ইস্যুতে ধর্মের অপব্যাখ্যা ও অপব্যবহার এবং বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করে উত্তেজনা ও অশান্তি সৃষ্টি করতে চাইছেন। তাকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে।’
বিবৃতিতে—এই উগ্রবাদী, জঙ্গিবাদী ও ধর্মান্ধ রাজনৈতিক ধারার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শুভবুদ্ধি সম্পন্ন সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি রাজধানীতে এক সেমিনারে জাতীয় শিক্ষাক্রমের সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের ‘শরীফ থেকে শরীফা’ শীর্ষক গল্পের দুটি পৃষ্ঠা ছিড়ে ফেলে আলোচনায় আসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ওই শিক্ষককে চাকরিচ্যুত করে ব্রাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই অনুষ্ঠানে তিনি বলেন, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এ সময় তিনি এই পাঠ্যবই থেকে ‘শরীফ থেকে শরীফা’ হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন। সংশ্লিষ্টরা বলছেন, আসিফ মাহতাবের এমন কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এরই অংশ হিসেবে তাকে চাকরিচ্যুত করা হয়। এর পর থেকে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
এসব বিষয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছিলেন, পাঠ্যবইয়ে ‘শরীফা’ গল্পটির উপস্থাপনে যদি কোনও বিতর্ক বা বিভ্রান্তি হয়ে থাকে, সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা যেতে পারে। তবে দেশে ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠীর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রবণতা রয়েছে।