হেলিকপ্টার পাচ্ছে পুলিশ

পুলিশ
  © ফাইল ছবি

পুলিশ বাহিনীকে দুটি হেলিকপ্টার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “জনগণের জানমাল রক্ষায় প্রত্যন্ত অঞ্চলে পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়। তারা যেন দ্রুত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারে সেজন্য দুটি হেলিকপ্টার দেওয়া হবে।”

মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “সাইবার অপরাধ দমনে সিটিটিসিসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। সাইবার পুলিশ ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। পুলিশ সদস্যদের বৈদেশিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, আরও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।”

পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও যুগোপযোগী স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এবার হবে স্মার্ট পুলিশ। আমাদের পুলিশ বাহিনীও হবে স্মার্ট বাহিনী।”

১৫ বছর আগের বাংলাদেশের তুলনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, এগিয়ে যাওয়া বাংলাদেশ।” তিনি বলেন, “আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ২০২৬ সাল থেকে উন্নয়নশীল বাংলাদেশের যাত্রা শুরু হবে। এই যাত্রাকে নিয়ে যেতে হবে ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে।”

প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়ছে, তখনই পুলিশের কাছে ছুটে আসছে। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ বাহিনীকে আমরা সেভাবেই গড়ে তুলছি। জনগণের জানমাল রক্ষায় ২৮ অক্টোবরও পুলিশ জীবন দিয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা পুলিশ সদস্য আমিরুলকে বীভৎসভাবে হত্যা করেছে, তা বর্ণনা করা যায় না। এমনকি রাজারবাগ পুলিশ লাইনসে ঢুকে পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে, অ্যাম্বুলেন্স পুড়িয়েছে। পুলিশ ধৈর্যের সঙ্গে তা মোকাবিলা করেছে।”

বিভিন্ন সময় কর্তব্য পালন করতে গিয়ে জনগণের জানমাল রক্ষায় পুলিশের আত্মত্যাগ তুলে ধরে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান। এর আগে প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বক্তব্য শেষে পুলিশ সপ্তাহ ২০২৪ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।