বেইলি রোডের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

বেইলি রোড
  © ফাইল ছবি

গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মর্মান্তিক এ দুর্ঘটনায় মুহুর্তের মধ্যেই ঝরে যায় ৪৬ প্রাণ। দেশ কাপানো ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ রবিবার (৩ মার্চ) দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ শোক জানানো হয়।

মার্কিন দূতাবাসের ফেসবুকে পোস্টে বলা হয়, ‘বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি জানাই গভীর সমবেদনা। হৃদয়বিদারক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে আমরা স্মরণ করছি’।

এর আগে বেইলি রোডের দর্ঘটনায় শোক প্রকাশ করেন বাংলাদেশের প্রতিবেশি ও বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌঁনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণ গেছে। এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।

ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের আউটলেট ছিল।