ঈদের আগেই কমলাপুর রেলস্টেশনে প্রবেশে কড়াকড়ি 

জাতীয়
  © সংগৃহীত

ঈদের আগেই কমলাপুর রেলস্টেশনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্ল্যাটফর্মে টিকিট ছাড়া কোনো যাত্রীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোনো যাত্রীর কাছ থেকে টিকিট না পেলে তাকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) স্টেশনে গিয়ে দেখা যায় এমন চিত্র।

টিকিট চেকিংয়ের সময় এই প্রতিবেদক ঘটনাস্থলে থাকাকালেই অনেক যাত্রীকেই বিনা টিকিটে প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এসময় যাত্রীদের মধ্যে অনেকেই ঢাকায় আসার টিকিট, গত বছরের টিকিট, টিকিট ছাড়া অন্য কাগজ প্রদর্শন করতে দেখা যায়। আবার কাউকে ‘টিকিট অন্যজনের কাছে আছে’, ‘টিকিট নিয়ে আসছি’-এমন নানা অজুহাত দিতে দেখা যায়।

স্টেশনমাস্টার শাহাদাৎ হোসেন বলেন, ‘টিকিট যার ভ্রমণ তার।’ এটা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া কিছু যাত্রী আছেন যারা বিনা টিকিটে ভ্রমণ করার উদ্দেশ্যে স্টেশনে এসেছেন, তাদের আমরা প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছি না। ট্রেনে ভ্রমণ করতে হলে টিকিট নিয়েই ভ্রমণ করতে হবে।


মন্তব্য