একদিনেই দেশের তিন জায়গায় আগুন

আগুন
  © সংগৃহীত

আজ রবিবার (২৪ মার্চ) ভোর থেকে বিকেল পর্যন্ত রাজধানী ঢাকা ও বাইরে তিন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় একটি, নারায়ণগঞ্জে একটি ও মুন্সিগঞ্জে একটি অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে আগুন লাগে রবিবার (২৪ মার্চ) ভোরে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারের আগুনে পুড়ে গেছে দুই শতাধিক দোকান।

এদিকে মুন্সীগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড কারখানায় আগুন লেগেছে। রবিবার দুপুর ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। ওই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিন ঘণ্টায়ও নেভেনি মুন্সিগঞ্জের গজারিয়ায় লাগা আগুন।

অন্যদিকে বিকেলে ৪টা ৫ মিনিটে রাজধানীর বনানীতে গোডাউন বস্তিতে আগুন লাগে। সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অনেকগুলো ঘর আগুনে পুড়ে গেছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ