মেট্রোরেলের ওয়ার্কশপে ডাকাতি

জাতীয়
  © সংগৃহীত

এবার ডাকাতির ঘটনা ঘটেছে মেট্রোরেলের কাজে নিয়োজিত সিনো হাইড্রো কোম্পানির ওয়ার্কশপে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত বুধবার রূপনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল ছুরি, চাপাতি, দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্কশপে ঢুকে পড়ে। এসময় সবমিলিয়ে ওয়ার্কশপে ছিলেন ১০ কর্মী। তারা প্রথমে নিরাপত্তারক্ষী ও পরে সেখানে অবস্থানরত শ্রমিকদের বেঁধে ফেলে। তাদের কাছে থাকা আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে নেয়। 

পরে ওয়ার্কশপের ভেতর থাকা মালপত্র নিজেদের গাড়িতে তুলে নেয় ডাকাতরা। এভাবে রাত সোয়া ১১টা পর্যন্ত চলে ডাকাতি। দীর্ঘ সময়েও বাইরে থেকে ঘটনা টের পায়নি কেউ। 

রূপনগর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ডাকাতির আগে খুলে ফেলা হয় ওয়ার্কশপের সিসিটিভি ক্যামেরা।