বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৪৩ হাজার যান পারাপার
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০২:০৬ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৪, ০২:০৬ PM

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে সেতু পূর্ব অংশে ২৭ হাজার ২৩২টি যানবাহন পারাপার হয়ে। আর সেতুর পশ্চিম অংশে পরাপার হয় ২৬ হাজার ১৯৫টি যানবাহন।
গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এসব যানবাহন সেতু পারাপার হয়।
এ সময় এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৬ লাখ ৬ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে সেতু পূর্ব থেকে টোল আদাল হয়েছে ১ কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। আর সেতুন পশ্চিম অংশ থেকে টোল আদাল হয়েছে ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল হক পাভেল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলণায় দিগুণেরও বেশি গাড়ি পারাপার হয়েছে। আজকেও প্রচুর যানবাহন পার হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মীর সাজেদুর রহমান জানান, মহাসড়কে পরিবহনের খুব চাপ রয়েছে। এতে পরিবহনগুলো খুবই ধীরগতিতে চলাচল করছে।
এ ছাড়া সেতুর ওপর একটি বাস নষ্ট হওয়ায় পাঁচ মিনিট বন্ধ ছিল পরিবহন চলাচল। পরিবহনগুলো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলার কারণেও অন্য পরিবহনের গতি কমেছে। পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।