৫ দিনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ১২ কোটি টাকা

বঙ্গবন্ধু সেতু
  © ফাইল ছবি

এবার ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে বেশি সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। সেইসাথে বেড়েছে সেতুতে টোল আদায়ের পরিমাণ। ঈদের ছুটিতে সেতু দিয়ে ১ লাখ ৬৫ হাজার ৩১৯ টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৯৫০ টাকা।

শনিবার (৬ এপ্রিল) রাত ১২ টা হতে বুধবার (১০ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত পাঁচদিনে বঙ্গবন্ধু সেতুতে ওই টোল আদায় হয়েছে। এর আগের বছর ২০২৩ সালে সেতুতে টোল আদায় হয়েছিল ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।

এদিকে মহাসড়কে এ বছর ঈদযাত্রা প্রায় ভোগান্তিমুক্ত ছিল। তবে ঈদের দুইদিন আগে অর্থ্যাৎ মঙ্গলবার রাত হতে দুপুর পর্যন্ত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল।

সাথে ছিল তীব্র গরম ও ধুলাবালি। পরে মহাসড়কে ভোগান্তি লাঘবে বঙ্গবন্ধু সেতু একমুখীকরণ ও সেতুর পশ্চিমপাড়ে ঢাকামুখী পরিবহন থেকে টোল আদায় বন্ধ রাখায় ভোগান্তি কমেছে উত্তর পথের ঈদযাত্রায়।
সেতু বিভাগ জানায়, শনিবার (৬ এপ্রিল) রাত ১২টার পর হতে রবিবার (৭ এপ্রিল) রাত ১২ পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ২৫ হাজার ৮৪টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০।

রবিবার (৭ এপ্রিল) রাত ১২টার পর থেকে সোমবার (৮ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত সেতু পার হয়েছে ২৯ হাজার ৭৮০টি। এতে টোল আদায় হয়েছে। ২ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

সোমবার (৮এপ্রিল) রাত ১২টার পর হতে মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত সেতু পার হয়েছে ৪৩ হাজার ৪২৭টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১২ টার পর হতে বুধবার (১০ এপ্রিল) রাত ১২ পর্যন্ত ৪৭ হাজার ৭৫৫টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে। ৩ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা।

সর্বশেষ বুধবার (১০ এপ্রিল) রাত ১২ টার পর হতে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত ১৯ হাজার ২৭৩টি পরিবহনের বিপরীতে ১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছিল।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মহাসড়কে যানজট বা টোল আদায়ে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেই ব্যাপারে কর্তৃপক্ষ যথেষ্ট সজাগ ছিল। এবার ঈদে বেশি সংখ্যাক গাড়ি সেতু দিয়ে পারাপার হয়েছে। প্রতিদিন গড়ে ১৯/২০ হাজার যানবাহন পারাপার হয়। তবে ঈদে এর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন এবার ঈদযাত্রায় মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরেছে। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও নির্বিঘ্নে ঈদ আনন্দ করেত টাঙ্গাইল অংশে ৭ শতাধিক পুলিশ সদস্য দিনরাত পরিশ্রম করেছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, ‘এ মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঊত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও ময়মনসিংহগামী মানুষের ভোগান্তিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে আমাদের সকল প্রস্তুতি ছিল। সকলের প্রষ্টোয় সাধারণ মানুষ এবারো নির্বিঘ্নে বাড়ি ফিরে স্বজনদের সঙ্গে ঈদ করেছেন।’


মন্তব্য


সর্বশেষ সংবাদ