তীব্র গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি

বৃষ্টি
  © বাংলাদেশ মোমেন্টস

এপ্রিলের শুরু থেকেই ঢাকাসহ সারাদেশেই বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশবাশী। টানা তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে দেখা মিললো স্বস্তির বৃষ্টির।

আজ বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। ঘড়ির কাঁটা যখন রাত ৯টা, তখন রাজধানীর কয়েকটি এলাকায় শুরু হয় বৃষ্টি। দাবদাহের মধ্যে বাড়তি স্বস্তি নিয়ে এসেছে মধ্য বৈশাখের এ হালকা বৃষ্টি।

বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, মাতুয়াইল, রায়েরবাগসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি না হলেও অন্যান্য এলাকায় আকাশ মেঘলা অবস্থায় দেখা গেছে।

বৃষ্টি হওয়ায় গরমের নাভিশ্বাস থেকে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস এসেছে জনজীবনে। অনেকেই বৃষ্টি হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

মনোয়ার হোসেন অনি নামের মাতুয়াইলের এক বাসিন্দা বাংলাদেশ মোমেন্টসকে বলেন, তীব্র গরমে প্রতিদিন তিনবার করে গোসল করতে হয়েছে। প্রথমবার অফিসে বের হওয়ার আগে। দ্বিতীয়বার অফিসে যাওয়ার পথে গাড়িতে ঘামে ভিজে, আর তৃতীয়বার অফিস থেকে ফিরে এসে। এমতবস্থায় বৃষ্টি হওয়াটা খুবই জরুরি ছিলো। আজ বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা দারুন লাগছে।

এর আগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এই পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে।


মন্তব্য