৩৩ ঘণ্টা পর ঢাকা-জয়দেবপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

রেল
  © ফাইল ছবি

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রায় ৩৩ ঘণ্টা পর ঢাকা-জয়দেবপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

আজ শনিবার (৪ মে) সন্ধ্যা ৭টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘বিকাল ৫টা ২০ মিনিটে উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর দুর্ঘটনাকবলিত লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে দুই লাইন দিয়েই ট্রেন চলাচল করতে পারছে।’ 

ঢাকা-টাঙ্গাইল রেলরুটের জয়দেবপুর জংশন এলাকায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে কয়েকটি জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এ ঘটনার পর কমলাপুর রেলের ব্যাপক শিডিউল বিপর্যয় হয়। ফলে ভোগান্তিতে পড়েন শত শত মানুষ।  


মন্তব্য