মেট্রোরেলের পিলারে ট্রাকের ধাক্কা

মেট্রোরেল
  © ফাইল ছবি

রাজধানীর আগারগাঁওয়ে বেপরোয়া গতির একটি মাটিবাহী ট্রাক মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ট্রাকচালক। শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আগারগাঁওয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এ ঘটনায় আহত বাসচালক ও হেলপার হাসপাতালে চিকিৎসাধীন। শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. তারেক সাকেন্দার  এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে আগারগাঁওয়ে বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের একটি পিলারে ধাক্কা দেয়। ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকচালক।

সরহকারী পুলিশ কমিশনার (এসি) তারেক সেকেন্দার আরও বলেন, মাটিবাহী ট্রাকটি সরানোর চেষ্টা করেও তারা পারছেন না। মাটি নিচে নামানোর কাজ চলছে। এরপর ট্রাকটি সরানো হবে। এ ঘটনার পর যানজট এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ট্রাফিকের এই কর্মকর্তা।


মন্তব্য