আজ রাতে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১০ জুন ২০২৪, ০১:৪৬ PM , আপডেট: ১০ জুন ২০২৪, ০১:৪৬ PM
-11052.jpg)
রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আজ সোমবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আজ সোমবার (১০ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর ও গোপীবাগ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস