ঈদের দিন যে সময় বৃষ্টি হতে পারে

বৃষ্টি
  © ফাইল ছবি

আগামীকাল সোমবার (১৭ মে) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আর ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন সকালে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেলে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হবে সারা দেশেই।

রবিবার ঢাকার বাতাসের আর্দ্রতা পাওয়া গেছে ৮৭ শতাংশ। এজন্য রাজধানীতে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম।

আবহাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টি না হলে গরমের অনুভূতি কমবে না। বাতাসে আর্দ্রতার কারণে ঘাম হচ্ছে বেশি। অস্বস্তিকর ঠেকছে গরমও।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘দেশের মধ্যভাগ অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জে। এসব এলাকায় বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি নাও হতে পারে। বৃষ্টি হবে হালকা থেকে মাঝারী।’  

সোমবার ও মঙ্গলবার রাজধানীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ থাকতে পারে এই দুদিন। বৃষ্টি কম হলে গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বজলুর রশিদ বলছেন, ‘রংপুর, ময়মনসিংহ, সিলেটে দিনে দুই থেকে তিনবার বৃষ্টি হতে পারে। এমনকি ভারী বর্ষণও হতে পারে। রাজশাহীর কিছু অংশ, খুলনা এবং বরিশালে বৃষ্টি নাও হতে পারে। 

আবহাওয়া অফিস বলছে, বুধবারের পর অন্তত ৪ দিন ভারী বর্ষণের পর সারা দেশে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে।