ছুটির আমেজে মেট্রো, কাল থেকে চলবে নতুন সূচিতে
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৪:১১ PM , আপডেট: ১৮ জুন ২০২৪, ০৪:১১ PM

ঈদের ছুটিতে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল গতকাল সোমবার। আজ মঙ্গলবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে মেট্রো। তবে প্রায় ফাঁকাই দেখা গেছে মেট্রো। ঈদের ছুটির রেশ এখনো রয়ে গেছে মেট্রোতে।
অফিস-আদালত না বন্ধ থাকায় সেই চিরচেনা ভিড় নেই মেট্রো স্টেশনগুলোতে। স্টেশনগুলোতে ঘুরে দেখা যায়, বেশির ভাগ ট্রেন প্রায় ফাঁকা, যে কয়েকজন আছেন, তাঁরা শুধু ঘোরার জন্যই এসেছেন।
এদিকে আগামীকাল নতুন সূচিতে চলবে মেট্রো রেল। নতুন অফিস সূচির সঙ্গে মিল রেখে মেট্রো রেলের পিক ও অফ পিক সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পর অফিস সূচি আগের ৯টা-৫টায় ফিরছে। ফলে মেট্রো রেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে।
উত্তরা উত্তর থেকে মতিঝিল
সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতোই স্পেশাল অফ পিক থাকবে। এই সময়ে ট্রেন চলাচলের বিরতি হবে ১০ মিনিট।
আর সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত পিক আওয়ারে বিরতি হবে আট মিনিট।
বেলা ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ২টা ২৪ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার। এ সময় বিরতি হবে ১২ মিনিট।
দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত পিক আওয়ারে একটি ট্রেনের সঙ্গে আরেকটির বিরতি হবে আট মিনিট। আবার রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ারে বিরতি হবে ১০ মিনিট।
মতিঝিল থেকে উত্তরা উত্তর
সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ার। এই সময়ে একটি ট্রেনের সঙ্গে আরেকটির বিরতি হবে ১০ মিনিট।
সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পিক আওয়ারে বিরতি আট মিনিট। দুপুর ১২টা ৯ মিনিট থেকে বিকেল ৩টা ৪ মিনিট অফ পিক আওয়ারে বিরতি হবে ১২ মিনিট।
বিকেল ৩টা ৫ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত পিক আওয়ারে বিরতি হবে আট মিনিট। রাত ৯টা ১৩ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ারে ১০ মিনিট পর পর চলবে ট্রেন