ছুটি শেষে স্বস্তিতে রাজধানীতে ফিরছে মানুষ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২১ জুন ২০২৪, ০২:২৭ PM , আপডেট: ২১ জুন ২০২৪, ০২:২৭ PM
-12129.jpg)
ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষ ঢাকা ফিরতে শুরু করেছেন। তবে ঈদযাত্রায় ফিরতি ট্রেন-লঞ্চ ও বাসে যাত্রীর চাপ খুব বেশি নেই। এজন্য অনেকটা স্বস্তিতে ফিরছে মানুষ। স্কুল ছুটি থাকায় অনেকে পরিবারকে রেখে একাই ঢাকা ফিরছেন। শুক্রবার (২১ জুন) সকালে কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কমলাপুর রেলস্টেশন কেউ একাকী আবার কেউবা পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ফিরছে। বিগত সময়ের মতো নেই অতিরিক্ত যাত্রীর চাপ। তবে শনিবারে (২২ জুন) যাত্রী চাপ আরও বাড়তে পারে বলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী থেকে কমলাপুর ট্রেন স্টেশনে আসা জুবায়ের আহম্মেদ বলেন, এবার গ্রাম থেকে ঢাকায় ফিরতে তেমন একটা ভোগান্তি হয়নি। এছাড়া টিকেট নিয়েও বিড়ম্বনা পোহাতে হয়নি। ট্রেনের শিডিউল বিপর্যয়ের মতো ঘটনাও ঘটেনি। সব মিলিয়ে এবারের ট্রেনের ঈদ যাত্রা ভালোই হয়েছে।
রংপুর থেকে ঢাকায় আসা হাসান মাহম্মুদ নামে একজন যাত্রী জানান, এই ঈদে তিনি ৫ দিনের ছুৃটি পেয়েছেন। ঢাকা থেকে তার পরিবারের ৬ জন গ্রামে গিয়েছিলেন। অফিসের কাজের জন্য তাড়াহুড়ো করে পরিবারের অন্য সদস্যদের রেখে তিনি একাই চলে এসেছেন।
নীলফামারী থেকে ঢাকায় আসা রেদোয়ান হাফিজ নামের আরেক যাত্রী বলেন, ঈদের ছুটি শেষ। বাড়ি থেকে আসতে মন না চাইলেও আসতে হচ্ছে। বাসায় অসুস্থ মা। আরও দুই-একদিন থাকতে পারলে ভালো লাগতো।
যাত্রাবাড়ী-সায়েদাবাদ, গাবতলী এবং মহাখালী বাস টার্মিনাল ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরছে। তবে খুব বেশি ভিড় নেই। তবে এসব স্টেশনে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের উপস্থিতিও দেখা গেছে।
গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অল্প যাত্রী নিয়ে দূরপাল্লার বাস গাবতলীতে ঢুকছে। যানবাহনের চাপ কম থাকায় আমিনবাজার ব্রিজ (পর্বতা) থেকে মাজার রোড পর্যন্ত বেশিরভাগ সময় ফাঁকা ছিল।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে মানুষের উপস্থিতি খুবই কম দেখা গেছে। দোকানপাট, শপিংমলগুলোও রোববার থেকে জমে উঠবে বলে জানান সংশ্লিষ্টরা।