আফগানদের জয়, সেমিফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ!
-12333.jpg)
টানা দুটি ম্যাচ হেরে সুপার এইট থেকে বিশ্বকাপ মিশন শেষ করার শঙ্কায় থেকেও আফগানদের জয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ! অষ্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের এ জয় পাওয়াতে বাংলাদেশের জন্য সেমিফাইনালের আশা টিকে রইলো। কী করলে কী হতে পারে আর কেমন ফলাফল করলে পাওয়া যাবে সেমিফাইনালের টিকিট তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
গ্রুপপর্বে হিসাব মিলিয়েই সুপার এইটের টিকিট পায় বাংলাদেশ। সুপার এইটেও বাংলাদেশের ভাগ্যের চাকা খুব একটা ঘুরল না। অস্ট্রেলিয়ার কাছে ডি/এল মেথডে হারের পর ভারতের বিপক্ষে ৫০ রানের পরাজয়। দুই ম্যাচে দুই হারের পর বাংলাদেশের বিদায় অনেকটাই নিশ্চিত।
কিন্তু, হিসাব আর প্রত্যাশা এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিয়ে রেখেছে টাইগারাদের সেমিফাইনালের স্বপ্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে তিন ম্যাচের সবকটি জিতে সেমিফাইনালে পা রাখবে ভারত। আর নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারায়, অবশ্য সেটাও বড় রানের ব্যবধানে। তাহলেই সমান দুই পয়েন্ট হবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের। সেখান থেকে রানরেটের সাহায্যে বাংলাদেশ যেতে পারে সেমিতে।
আগামী মঙ্গলবার ২৫ মে ভোর সাড়ে ছয়টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যদিও আফগানিস্তান যে ফর্মে আছে, তাতে করে তাদের হারানো কষ্টসাধ্য ব্যাপারা। কিন্তু বাংলাদেশও আফগানদের হারানোর সামর্থ্য রাখে।