এবার রাসেল ভাইপার থানায়

রাসেল ভাইপার
  © ফাইল ছবি

থানা চত্ত্বরে হঠাৎ উপস্থিত চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপ। দেখার সঙ্গে সঙ্গে কর্মরত অফিসার ফোর্সদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ সাপটিকে উদ্ধার না করে মেরে ফেলে। সোমবার (১ জুলাই) দিনগত রাতে রাজশাহীর চারঘাট থানায় এ ঘটনা ঘটে। 

থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, ওইদিন রাতে ওয়াস রুমে যাওয়ার সময় হঠাৎ তিনি সাপটি দেখতে পান। সাপের অতি কাছাকাছি থাকায় প্রচণ্ড ভয় পান তিনি। পরে থানার অফিসার ফোর্সরা সাপটি মেরে ফেলেন। 

এর আগে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতেও রাসেল ভাইপারের উপস্থিতি দেখা গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সেখানেও বেশকিছু সাপের বাচ্চা মেরে পুলিশ।  

তবে উদ্ধার না করে সাপটি মারার বিষয়ে সদুত্তর দেননি চারঘাট মডেল থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান। 

তিনি জানান, গত কয়েকদিন ধরে থানা চত্তরে কিটনাশক প্রয়োগ করে আগাছা পরিস্কার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে থানাটির কাছাকাছি পদ্মা নদী হওয়ায় সাপটি থানা চত্ত্বরে চলে এসেছে। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ