স্ত্রীর সঙ্গে ঝগড়া; গলায় ফাঁস নিলেন ব্যক্তি

ঝগড়া
  © প্রতীকী ছবি

স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাগের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবার। মো. পলাশ মোল্লা (৪০) নামে ওই ব্যক্তি দুই ভাই এক বোনের মাঝে ছিলেন মেজো।

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশ মোল্লা বরিশালের গৌরনদী উপজেলার চরশরিকল গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। বর্তমানে রায়েরবাগ মেকআপ খান রোড সমিল গলির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তিনি। পেশায় পলাশ মোল্লা গাড়ির ইঞ্জিনের মেকানিকের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনেরা।

নিহতের ছোট ভাই ইব্রাহিম মোল্লা জানান, ‘মাত্র ১০ মাস আগে আমার বড় ভাই বিয়ে করেন। পেশায় গাড়ি মেকানিকের কাজ করলেও বর্তমানে তেমন কাজকর্ম না থাকায় অভাব অনটনে চলছিল ভাইয়ের সংসার। গতকাল রাতে আমার ভাবি খাওয়ার জন্য মিল্ক ভিটা দুধ আনতে বললে তখন আমার ভাইয়ের কাছে টাকা না থাকায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এই ঘটনার জেরে আমার ভাই ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখেন। অনেক ডাকাডাকি করে তাঁর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে আমার ভাই। পরে দ্রুত তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ভাই আর বেঁচে নেই। 

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞেস করে জানা যায়, অভাব অনটনের সংসারে স্ত্রীর ওপর অভিমান করে এ ঘটনাটি ঘটিয়েছেন পলাশ। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।