পদ্মা সেতু অবরোধের চেষ্টা, র্যাব-পুলিশের অভিযানে যান চলাচল স্বাভাবিক
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০২:৪১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৪, ০২:৪১ PM
সম সাময়িক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা-মাওয়া সড়কের পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় র্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রাখেন। এছাড়া ওই এলাকায় র্যাবের অতিরিক্ত টহল মোতায়ন করা হয়েছে। বুধবার দুপুরে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার বেলা সাড়ে ১১টায় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া প্রধান সড়ক অবরোধের চেষ্টা করলে র্যাব ও পুলিশ বাধা দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে উক্ত এলাকায় র্যাবের অতিরিক্ত টহল মোতায়েন রয়েছে।