সংলাপ নিয়ে যা বললেন কোটা আন্দোলনের সমন্বক আসিফ মাহমুদ

কোটা
  © ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্দোলনে সারাদেশে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে কোটা নিয়ে সংলাপে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে কোটা আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, "রক্তের উপর চেয়ার টেবিল বসিয়ে চা খাওয়ার মতো ধৃষ্টতা দেখাতে পারবো না।"

তিনি আরও লেখেন, শুরুতে আমরাই বারবার সংলাপ চাচ্ছিলাম। খুন করে সেই পথ অবরুদ্ধ করেছে সরকার। সকল বাহিনীকে নিরস্ত্র করুন, খুনগুলোর জন্য দায়ী সর্বোচ্চ দায়িত্বশীলকে শাস্তির আওতায় আনুন, ক্যাম্পাসগুলো আমাদের হাতে ফিরিয়ে দিন।

নিরস্ত্র অবস্থায় যাদের শহীদ করেছেন তাদের রক্তের মূল্য পরিশোধ করা ছাড়া কোন সংলাপ অসম্ভব। সারাদেশের ছাত্র-জনতার প্রতি আহ্বান করছি লড়াই চালিয়ে যাবার, প্রতিরোধ জারি রাখার। 

বারবার, প্রতিবার হেরে যেতে পারে না বাংলাদেশ