শনিবার গুলিতে স্বামী নিহত, আজ স্ত্রীর আত্মহত্যা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৯:০২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৪, ০৯:০২ PM

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় গত শনিবার যাত্রাবাড়িতে গুলিতে জিসান নামের এক যুবক নিহত হন। এর দুদিন পর আজ সোমবার (২৯ জুলাই) আত্মহত্যা করেছেন জিসানের স্ত্রী মিষ্টি। এলাকাবাসী বলছে, জিসানের শোকেই এমন ঘটনা ঘটেছে। ১৪ মাস আগে বিয়ে হয় জিসান ও মিষ্টির।
সড়ক দুর্ঘটনার ভয়ে ছেলেকে মোটরসাইকেল কিনে দেননি বাবা বাবুল সরদার। কিন্তু সাম্প্রতিক সহিংসতায় গুলিতে মারা গেছেন একমাত্র ছেলে জিসান।
পানি সরবরাহ প্রতিষ্ঠানে কাজ করতেন জিসান আহমেদ। এলাকাবাসী জানায়, ২০ জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগে ২ নম্বর গলিতে দোকানে পানি সরবরাহের সময় শ্বশুরবাড়ির সামনেই গুলিবিদ্ধ হন তিনি। ঢাকা মেডিকেলে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
জিসানের শ্বশুর মতিউর রহমান বলেন, ‘আমরা ওপর থেকে ডাকতেছি, পুলিশ গুলি করতেছে তুমি পিছে আসো। এই গলিতে তখন লোক ভরা ছিল।’
এলাকাবাসী জানায়, জিসান আহমেদ ফিল্টার পানির চাকরি করতো। দোকানে দোকানে পানি দিত। স্থানীয় আরেকজন জানান, যেসময় গোলাগুলি শুরু হয়েছিল সেসময় জিসান পানি সরবরাহ করতে এসেছিল এখানে।
ছেলের মৃত্যুর খবরে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসেন জিসানের বাবা বাবুল সরদার।
প্রবাসী শ্রমিক ও জিসানের বাবা বাবুল সরদার বলেন, ‘সরকার থেকে বা স্থানীয় কোনো ব্যক্তি আমাকে পিঠে হাত রেখে বলেনি আমরা দুঃখিত।’
১৪ মাস আগেই প্রেম থেকে বিয়ে জিসান-মিষ্টির। জিসানের মৃত্যুতে ভেঙে পড়েন মিষ্টি। সোমবার সকালে আত্মহত্যা করেন তিনি। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে।
বাবুল সরদার বলেন, ‘বউমা পুরো ভেঙে পড়ছে। জিসানের প্যান্ট শার্ট নিয়ে বসে থাকত। আমি বলছি তুমি খাও, বলে খাবো জিসানকে এনে দাও।’
সাম্প্রতিক সহিংসতায় এমন অনেক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের পরিবার-পরিজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস।