আন্দোলনকারীদের দখলে শাহবাগ, সরে গেল ছাত্রলীগ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৫:৪৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৪, ০৫:৪৩ PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর সাইন্সল্যাবে গণমিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয় শাহবাগ মোড়ে যান এবং সেখানে অবস্থান নেন।এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মীরা সরে যান। শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে তারা শাহবাগে যান এবং সেখানে অবস্থান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হন। এর মধ্যে কয়েকজন আন্দোলনকারী জাতীয় জাদুঘরের সামনে থাকা ছাত্রলীগের ব্যানার ছিঁড়ে ফেলেন। শাহবাগ থানার আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করতে দেখা গেছে।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষের উপস্থিতি দেখা গেছে। তারা শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেছি, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এখন আমরা শাহবাগে অবস্থান নিয়েছি। আমরা এই সরকারের পতন চাই।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিচয় দেওয়া একজন বলেন, আমি ছাত্রদের আন্দোলনে সংহতি জানাই। ন্যায়ের পক্ষে আমাদের বিজয় হবেই।
এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ছাত্র ঐক্যের মিছিল শুরু হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলটি সামনের দিকে এগোতে থাকে। এ সময় পুলিশ বাধা দিলেও শিক্ষার্থীরা সামনে এগিয়ে যায়। এসময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদ ও সরকার পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।