কাল সারাদেশে বিক্ষোভ, রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’র ঘোষণা শিক্ষার্থীদের 

কোটা
  © ফাইল ফটো

দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও নয় দফা বাস্তবায়নের দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি আগামী রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (২ আগষ্ট) রাত আটটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহিন সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য "সর্বাত্মক অসহযোগ" আন্দোলনের ডাক দেওয়া হলো।”

এতে আরও বলা হয়, “সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা যাচ্ছে।”