খালেদা জিয়ার যতো ‘শুরু’ এবং ‘সর্বশেষ’

খালেদা জিয়া
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া  © ফাইল ফটো

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একাধারে প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি প্রথমবার গ্রেফতার হন ২ জুলাই ১৯৭১ সালে, পাকবাহিনীর হাতে। ওই সময় তিনি ঢাকার সিদ্ধেশ্বরীতে এক আত্মীয়র বাসায় অবস্থান করছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বেগম খালেদা জিয়া অনেক ‘প্রথম’ এবং ‘শেষ’ এর সাক্ষী হয়েছেন।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর যতো ‘শুরু’ এবং ‘সর্বশেষ’

বেগম খালেদা জিয়া ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে পিজি হাসপাতাল থেকে বাসায় আসেন।
 
১১ এপ্রিল ২০২১ কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে।
 
১৫ এপ্রিল ২০২১ এভার কেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করা হয়।
 
২৭ এপ্রিল ২০২১ কোভিড-১৯ চিকিৎসার জন্য প্রথম এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন।
 
১৯ জুলাই ২০২১ কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা নেন। দ্বিতীয় ডোজ ১৮ আগস্ট এবং তৃতীয় ডোজ টিকা নেন ২৪ ফেব্রুয়ারি ২০২২।
 
প্রথম অপারেশন ২৫ অক্টোবর ২০২১।
 
১১ জুন ২০২২ সর্বশেষ হঠাৎ অসুস্থ হয়ে মধ্যরাতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন।
 
২৪ জুন হাসপাতাল থেকে বিকেল ৫টায় বাসায় আসেন।
 
২২ আগস্ট ২০২২ বিকেলে গুলশানের বাসা থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান।
 
২৮ আগস্ট ২০২২ এভার কেয়ার হাসপাতাল ভর্তি হন।
 
৩১ আগস্ট হাসপাতাল থেকে বাসায় আসেন।
 
২৭ ফেব্রুয়ারি ২০২৩ বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের এভার কেয়ার হাসপাতালে যান।
 
২৯ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন।
 
৪ মে হাসপাতাল থেকে আবার বাসায় আসেন।
 
১৩ জুন রাত ১টা ৩০ মিনিট এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন।
 
৯ আগস্ট ২০২৩ হাসপাতালে ভর্তি হন।
 
২৫ অক্টোবর আমেরিকান ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক আসেন।
 
২৬ অক্টোবর আমেরিকান বিশেষজ্ঞ চিকিৎসকরা চেয়ারপার্সন-এর অপারেশন করেন।
 
১১ জানুয়ারি বিকেলে ৫ মাস ২ দিন পর হাসপাতাল থকে বাসায় ফেরেন।
 
৮ ফেব্রুয়ারি ২০২৪ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান।
 
৩১ মার্চ ২০২৪ হাসপাতালে ভর্তি হন।
 
২ এপ্রিল বাসায় ফেরেন।
 
১ মে ২০২৪ স্বাস্থ্য পরীক্ষার জন্য আবার হাসপাতালে যান।
 
২ মে হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
 
২২ জুন ২০২৪ রাতে হাসপাতালে ভর্তি হন।
 
২ জুলাই ২০২৪ সন্ধ্যায় বাসায় ফেরেন।
 
সর্বশেষ  ৮ জুলাই ২০২৪ ভোর ৪টা ২০ মিনিটে বাসা থেকে গিয়ে হাসপাতাল ভর্তি হন।
 
৬ আগস্ট ২০২৪ সাজা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মু্ক্তি পান।
 
বেগম জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ২০২১ এ ৮ দিনের কর্মসূচি ছিলো। এরপর ১৪ অক্টোবর ২০২৩ সারা দেশে অনশন কর্মসূচি পালন করা হয়।
 
২৯ জুন ২০২৪ নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশসহ ৩ দিনের কর্মসূচি।
 
সর্বশেষ সমাবেশ ২০১৭ সালের ১২ নভেম্বর ("বিপ্লব ও সংহতি দিবস" উপলক্ষে)  সোহরাওয়ার্দী উদ্যানে।
 
সর্বশেষ ৭ নভেম্বর ২০১০ বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
 
সভাপতিত্ব করেন প্রয়াত সাদেক হোসেন খোকা। চার দলীয় জোটের শীর্ষ নেতা ফজলুল হক আমিনির শেষ সমাবেশ ছিল সেটি।
 
সর্বশেষ ইফতার ও ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ২০১৬ সালে বসুন্ধরা কনভেনশন হলে।
 
সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার জিয়ারত ২০১৮ সালে।
 
সর্বশেষ সংবাদ সম্মেলন, নির্বাহী কমিটির সভা, স্থায়ী কমিটির সভা ও ২০ দলীয় জোটের সভা ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে।
 
সর্বশেষ সড়ক পথে ঢাকার বাইরে যাত্রা- সিলেট মাজার জিয়ারত, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে।
 
সর্বশেষ বিদেশ যাত্রা, লন্ডন, ২০১৭ সালে।
 
জন্মদিন উপলক্ষে গুলশান চেয়ারপার্সন অফিসে সর্বশেষ কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন ২০১৫ সালে।