যেসব সচিব নিয়মিত অফিস করছেন

সচিবালয়
  © ফাইল ফটো

সচিবালয়ে চাপা উত্তেজনা চলছে। তবে বেশিরভাগ মন্ত্রণালয়ে স্বাভাবিক সময়ের মতোই কাজ চলছে। অফিস করছেন বেশিরভাগ মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারীরাও। তবে দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সংবদ্ধ হয়ে সচিবলায়ে আতঙ্ক ছড়াচ্ছে ও মন্ত্রণালয়ের বিভিন্ন অফিসে ভাংচুর করছে।

আজ সরেজমিনে দেখা গেছে, মন্ত্রণালয়ের উপস্থিত কর্মকর্তা-কর্মচারী অফিসের কাজ চলমান রেখেছেন। তারা বলছেন, আমরা সরকারি নিয়োগপ্রাপ্ত তাই যেকোন পরিস্থিতিতে আমাদের কাজ চলমান থাকবে। এদিকে দুর্নীতির কারণে যারা চাকরি হতে সুবিধা পাইনি তারা বিভিন্ন অফিসে ঢুকে ভাংচুর করছে এবং অফিসারদের হুমকি দিচ্ছে তারপরও সব কর্মকর্তা অফিসে উপস্থিত হয়ে তাদের কাজ করে যাচ্ছেন।

দেখা যায়, অনেক মন্ত্রণালয়ে সচিব উপস্থিত আছেন। তারা তাদের সংশিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়ে কাজ চলমান রেখেছেন। স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সিনিয়র সচিব, সেতু বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় , জন নিরাপত্তা বিভাগ ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নিয়মিত অফিস করছেন। এছাড়া সমবায় বিভাগ, বিআরডিবি বিভাগের ডিজি সহ প্রায় সকল দপ্তর ও সংস্থা প্রধান উপস্থিত আছেন।

একজন কর্মকর্তা বলেন, চাকরি জীবনে কোনো অপরাধে জড়াইনি। ভয়ের কোনো কারণ নেই। আমরা মঙ্গলবারও বিকাল ৫টা পর্যন্ত অফিস করেছি। আজও অফিস করছি। তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সংবদ্ধ হয়ে সচিবালয়ে ভাংচুর করছে ও কর্মকর্তাদের হুমকি দিচ্ছে।