সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৬:২১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৪, ০৬:২১ PM
-11222.jpg)
সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন কয়েক শ মানুষ। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে এ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, নির্যাতনের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ সমাবেশ করছেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এর মধ্যে রয়েছে ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘জেগেছে রে জেগেছে, হিন্দু জেগেছে’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার মন্দিরে হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ প্রভৃতি।
এর আগে তাঁরা আজ বেলা তিনটা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন।