রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নতুন প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ

বাসস
  © ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগের পর তার মদদপুষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব মোর্শেদ। 

আজ শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

এর আগে ভিন্ন এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

উল্লেখ্য, গত ৫  আগস্ট ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকার গঠনের পরেই বৈষম্যবিরোধী ছাত্রদের দাবির মুখে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাদের পদত্যাগ, বদলি ও নতুন প্রধান নিয়োগ দেওয়া হচ্ছে।