দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৩:১৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৪, ০৩:১৬ PM
দেশের ৮ বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়াও দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ রবিবার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, সকাল ৯টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে বজ্রপাতের সঙ্গে দমকা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৫ মিনিটে।