ঘন ঘন বিদ্যুতের মূল্যবৃদ্ধি হবে না: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ
  © ফাইল ফটো

কারণ ছাড়াই ঘন ঘন আর বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ২০১০ সালের বিদ্যুতের আইনের অধীনে এখন কাজ বন্ধ থাকবে। রিভিউ করবো। চুক্তিগুলো যা হয়েছে সেটার কাজ বহাল থাকবে।

উপদেষ্টা বলেন, বিদ্যুতের ঘন ঘন মূল্যবৃদ্ধি আর করা হবে না। রেগুলেটরি কমিশন লাগবে না। এটা আইনের বিষয়, উপদেষ্টা পরিষদের ব্যাপার। এই ধারা ব্যবহার করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি হবে না। শুনানি করে দাম বাড়ানো হবে।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে অপ্রয়োজনীয় প্রকল্প নেয়া হবে না। ব্যয় সংকোচন করবো। বিদ্যুতের গ্রাহক সেবা বাড়ানো হবে। দাম কমালে ভাল, বাড়ালে খারাপ এটা জন প্রত্যাশা। আমরা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো। বিগত সরকার আগে গল্প বলতো, সেটা মানুষ বিশ্বাস করেনি।