৩২৩ পৌর মেয়রকে অপসারণ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০১:০১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ০১:০১ PM
আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ রোববার উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের ৩২৩ পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।