অটোপাসের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ড ঘেরাও
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৬:৪৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ০৬:৪৬ PM
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অটোপাস বা বিকল্প মূল্যায়নের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছে পরীক্ষার্থীদের একাংশ। আজ সোমবার দুপুরে রাজধানীর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়।
পরীক্ষার্থীরা জানায়, অটোপাস বা বিকল্প মূল্যায়নের দাবিতে আন্তশিক্ষা বোর্ডে স্মারকলিপি দিয়েছে তারা। শিক্ষা বোর্ড থেকে এখনো সুনির্দিষ্ট জবাব পায়নি তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে ১৬ আগস্ট স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো।