আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৩:১১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৪, ০৩:১১ PM
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ সরকারের অধীনে থাকা পুলিশ বাহিনী। এর প্রেক্ষিতে ব্যাপক গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দেশের বিভিন্ন থানায় শেখ হাসিনাসহ অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলেই শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আতাউর রহমান।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শেখ হাসিনাসহ আসামিদের নামে তৃতীয় মামলার তদন্ত শুরুর পর এ কথা জানান তিনি।
সবশেষ মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ২৭ জন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগকে।
গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে নিহত শিক্ষার্থী শাহরিয়ার হোসেন আলভির বাবা মোহাম্মদ আবদুল হাসান তদন্ত সংস্থায় এই মামলা করেন। এতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ এবং পুলিশের ৫ শ সদস্যকেও আসামি করা হয়েছে।
আবেদনে বলা হয়, আসামিদের পরিকল্পনা ও নির্দেশেই ছাত্র-জনতার আন্দোলনে দেশজুড়ে গুলিবর্ষণ করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করা হয়েছে।
এ ছাড়াও আবেদনে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, সালমান এফ রহমান, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, জুনাইদ আহমেদ পলক, আলী আরাফাত, কামাল আহমেদকে আসামি করা হয়।