ডিএমপির ১৫টি থানায় নতুন ওসি

ডিএমপি
  © ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও ১৫ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত আদেশে তাদের দায়িত্ব দেয়া হয়।

এদের মধ্যে- তুরাগ থানায় মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহবাগ থানায় এ.কে.এম সাহাবুদ্দিন শাহীন, নিউমার্কেট থানায় মো. সাজ্জাদ হোসেন, সূত্রাপুর থানায় মো. মোহসীন হোসাইন, বংশাল থানায় ক্যশৈনু, রামপুরা থানায় মোহাম্মদ আতাউর রহমান আকন্দ, মুগদা থানায় সোহরাব মিয়া, কদমতলি থানায় মো. মফিজুর রহমান, যাত্রাবাড়ী থানায় মোম্মদ মাইনুর ইসলাম, শ্যামপুর থানায় মোহাম্মদ শফিকুল ইসলাম, শাহআলী থানায় এ কে এম মামুনুর রশীদ, দারুসসালাম থানায় রকিব উল হোসেন, আদাবর থানায় মাহফুজ ইমতিয়াজ ভূইয়া ও মোহাম্মদপুর থানায় মোহাম্মদ গোলাম মোস্তফাকে দায়িত্ব দেয়া হয়েছে।