দুপুরের মধ্যে নোয়াখালী-কুমিল্লা অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১০:০৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ১০:০৯ AM
দুপুরের মধ্যে দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ভারতের ডম্বুর বাঁধ খুলে দেওয়া, ভারী বৃষ্টিতে উজানের ঢলে পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। র মধ্যে সবচেয়ে মারাত্মক অবস্থা বিরাজ করছে ফেনীতে। জেলার ফুলগাজী, পরশুরামে দোতলা পর্যন্ত পানি ছুঁই ছুঁই করছে। সাহায্যের জন্য হাহাকার পড়ে গেছে। এছাড়া কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। চট্টগ্রামের হালদা নদীর বাঁধ ভেঙেও জেলাটিতে প্রবেশ করছে পানি। এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতিরও অবনতি দেখা দিয়েছে।