সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:০২ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ০৫:০২ PM
আজ রবিবার (২৫ আগস্ট) ন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়া ও ভারী বৃষ্টিপাতে উজানের ঢলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা এলাকায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০ লাখ পরিবার। উদ্ধার ও সাহায্যের জন্য পড়ে গেছে হাহাকার। এমন অবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভাষণে বন্যার্তদের সহায়তায় ভালো কিছু আসবে বলে আশা করছেন অনেকেই।