আমিরাতে গ্রেপ্তার প্রবাসীদের ছাড়িয়ে আনা সরকারের কূটনৈতিক সফলতা: পররাষ্ট্র উপদেষ্টা

আমিরাত
  © ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের ওপর গুলির প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় দেশটির আদালত। আওয়ামী লীগ সরকারও এটা নিয়ে আর উচ্চবাচ্য করেনি। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর দণ্ডিত বাংলাদেশিদের ছাড়িয়ে আনতে উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তাদের প্রচেষ্টায় ফেডারেল আদালতে দণ্ডিত হওয়া ৫৭ জন বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। এ ঘটনা সরকারের কূটনৈতিক সফলতা বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রবাসীদের সব সমস্যা মেটাতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। অনেক সময় ঢাকা থেকে তৈরি করা হয় সংকট। সেদিকে আগামীতে খেয়াল রাখা হবে।’ 

মো. তৌহিদ হোসেন বলেন, ‘আরব আমিরাতে বিক্ষোভ করায় আটক প্রবাসীরা বাংলাদেশীদের ছাড়া পাওয়া কুটনৈতিক সফলতা। আমরা চাই প্রবাসীরা যেন কোনোভাবেই ভোগান্তিতে না পড়ে।’ 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ সফরে দুই দেশের মধ্যকার সব বিষয়ে নিয়ে আলোচনা হবে।’

তবে, লুয়ের সঙ্গে আলোচনায় র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার ইস্যুটি থাকছে কি না তা সাংবাদিকদের নিশ্চিত করতে পারেননি পররাষ্ট্র উপদেষ্টা।