জিম্মি ছেলেরে মুক্তিপণের টাকা যোগাড়ে ভিক্ষা করেন মা!
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ PM
‘আমি এখন খয়রাত করতে পারি না। দৌড়াইতে দৌড়াইতে আমার পা ফুইলা গেছে। আমার একমাত্র সন্তানকে আমার বুকে ফেরত চাই। এক বছর আগে আমার ছেলেকে নিয়ে গেছে দালালরা। এখন কার কাছে বেচছে আমি কইতে পারি না। আমার কাছ থেকে ৪৭ লাখ ৩৭ হাজার টাকা নিয়ে গেছে। আমি দালালদের শাস্তি চাই।’
এভাবেই কান্নাজড়িত কণ্ঠে আর্তনাদ করছিলেন আরমান মোল্লার ষাটোর্ধ মা করিমন। দালালদের হাতে আটক ছেলেকে ফিরে পেতে লাখ লাখ টাকা দিয়েছেন তিনি। বর্তমানে তার জমি, বাড়ি কিছুই নেই। ভিক্ষা করে খেতে হচ্ছে তাকে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ সেই মানবপাচারকারী দালাল দেলোয়ার সরদার ও তার সঙ্গীরা টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, সংসারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বিদেশ যাওয়ার স্বপ্নে বিভোর ছিল মাদারীপুরের প্রায় তিনশতাধিক কিশোর ও যুবক। দেশ থেকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে দালালচক্র তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এসব কিশোর ও যুবকদের লিবিয়া নিয়ে আটক করে অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। সেখানে দালাল ও মাফিয়া চক্রের নির্যাতন সহ্য করতে না পেরে অনেক যুবক পালিয়ে দেশে ফিরে এসেছে। অনেকে এখনো লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে আটক। তাদের আটকে রেখে নির্যাতন করার পাশাপাশি দেশে পরিবারের কাছে টাকা দাবি করা হচ্ছে।
ফলে দালাল চক্রের কাছে জিম্মি হয়ে জমি-ঘর বিক্রি করে ও আত্মীয়-স্বজন ছাড়াও সুদে লাখ লাখ টাকা নিয়ে নিঃস্ব হয়ে পড়েছে মাদারীপুরের বালিয়া, মস্তফাপুর, গাছবাড়ীয়া, পেয়ারপুর, শশিকর, ডাসারসহ কয়েকটি ইউনিয়নের তিনশতাধিক পরিবার।
মঙ্গলবার মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দালালদের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে তারা মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপারের কাছে স্বারকলিপি দেয়। মানববন্ধনের একপর্যায়ে দালালদের ছবি জুতাপেটা করেন ভুক্তভোগীরা।
’ভুক্তভোগী পরিবারগুলোর ভাষ্য, ‘আমাদের মুখে হাসি ফোটাতে জীবনের ঝুঁকি নিয়ে, জমি-জমা বিক্রি করে, ধার-দেনা করে লিবিয়া গিয়েও ইতালি যাওয়ার স্বপ্নপূরণ হয় না আমাদের সন্তানদের। দালালদের কাছে জিম্মি হয়ে লাখ লাখ টাকা দিয়ে শূন্য হাতে দেশে ফিরে আসে অনেকে। এখনো দুই শতাধিকের বেশি যুবক লিবিয়া আটক আছে। আমরা তাদের মুক্তি চাই এবং দালালচক্রের শাস্তি চাই।’
মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমেরী হক বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’