একটি মাছের দাম চাওয়া হচ্ছে ৭ লাখ টাকা!

মাছ
  © ফাইল ফটো

একটি পোপা মাছের ওজন ৩০ কেজি ২০০ গ্রাম। দাম হাঁকানো হচ্ছে সাত লাখ টাকা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের মহেশখালীতে ফিশিং ট্রলারে ধরা পড়ে মাছটি। সকাল ১০টার দিকে মাছটিকে বাজারে আনা হয়।

ট্রলারের মালিক মোহাম্মদ আনোয়ার মেম্বার বিষয়টি নিশ্চিত করে জানান, মাছটির দাম সাত লাখ টাকা চেয়েছেন তারা। ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ী চার লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন।
ট্রলারের মাঝি মাহবুব আলম বলেন, বন্যা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বিচিং ট্রলার ও মাঝিমাল্লারা সাগরে মাছ ধরতে যেতে না পেরে অলস জীবন কাটাচ্ছিলাম। আজ সকালে আটজন মাঝিমাল্লা নিয়ে সাগরে গিয়ে প্রথম জাল ফেলার সঙ্গে সঙ্গে মাছটি ধরা পড়ে।

পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এর প্রচুর চাহিদা রয়েছে। এ কারণে পোপা মাছের দাম এত বেশি।